অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সংলাপ চলছে
- By Jamini Roy --
- 05 October, 2024
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শনিবার সংলাপে বসেছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সংলাপে অংশ নেয়। দুপুর আড়াইটায় শুরু হওয়া সংলাপে দেশের নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমনে সংস্কারের জন্য গঠিত পাঁচটি কমিশন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, আসন্ন দুর্গাপূজা, আইনশৃঙ্খলা ও সামগ্রিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।
বিএনপির প্রতিনিধিদলে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সংলাপ শেষে বিকেল তিনটায় জামায়াতে ইসলামী, সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ, চারটায় বাম গণতান্ত্রিক জোট, সাড়ে চারটায় হেফাজতে ইসলাম, পাঁচটায় ইসলামী আন্দোলন ও ছয়টায় গণ অধিকার পরিষদের সঙ্গে সরকার সংলাপে বসবে বলে জানানো হয়েছে।
শেখ হাসিনার শাসনের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকে দুই দফা সংলাপ শেষে এখন তৃতীয় দফা আলোচনা শুরু হয়েছে। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ১৪ দলীয় জোটকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি, আর জাতীয় পার্টিকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি।